Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Monday, June 1, 2020

পয়েন্ট অব হতাশা


কলেজ ক্যাম্পাসে তারা কজন
মেতেছে আড্ডায়
সেই জায়গায়
যা নবিনের ভাষায় পয়েন্ট অব মোহনা।

বিশাল দিঘির পাড়, গাছের ছায়ায়
আদ্দাটা প্রতিদিনি ব
হাসি খুশি আর খুন্সুটিতে
সময় বয়ে জায়।

এমনি করে চলে জায় ঘন্টা
দিন সপ্তাহ মাস বছর
তারি মাঝে কারো মনে
গড়ে তুলে স্বপ্ন রাংা ঘর।

চোখের চাহনি আর সুপ্ত ইশারায়
একে অপরকে তারা
আপন করে নেয়
প্রেমের মালা দ্বারা।
ভালোই যাচ্ছিল আদ্দা আর
প্রেম ভালোবাসার গল্প
হট্হাত নেমে আসে অশনি সন্
যেনসুখ্টা অতি অল্প।

সকল স্বপ্ন আধারে লুকিয়ে
দুজনে হয় ছিন্ন
সুখের মিলন ঘটার আগেই
পথ হয়ে জায়দুটি ভিন্ন।

নবিনের কাছে যে পয়েন্ট
উচ্চসিত আশা ভালোবাসা
প্রবীনরা দাড়িয়ে ভাব
দিস ইজ দা পয়েন্ট অব হতাশা।

সতর্কতাঃ সেই সকল নবীন ছাত্র ছাত্রী ভাই বোনদের, যারা কলেজ কেম্পাসে উঠেই নিজেদ্রকে প্রেম ভালোবাসার খেলায় 
মত্ত করে তলেন তাদের জন্য। কেননা তমাদের ছোট্ট একটি ভুল সারা জিবনের জন্য অশান্তি বয়ে আনতে

Tuesday, November 20, 2018

বিচার হবেই ইনসাফের আদালতে

অক্টোবর আসে বছর ঘুরে
হৃদয়ের ক্ষত নিয়ে,
হায়েনাদের উল্লাস,হিংস্রতা
লাশের উপর নৃত্য দেয় স্মরিয়ে।
ওরা মানুষ নাকি হায়েনা?
কোন লকবে ডাকবে বিশ্ব?
লগি-বৈঠার আঘাতে ছিন্ন-ভিন্ন দেহ
যায় কি সহজে ভোলা ঐ দৃশ্য?
কুরআনের পাখিরা ফিরবে না আর
ফিরবে না মায়ের কোলে,
অক্টোবরের ২৮ তারিখ স্মৃতিগুলো
বারে বারে হৃদয় জ্বলে।
বিচারের বাণী নিরবে নিভৃতে
কেদে মরে ঐ জালিমের তখতে,
অপেক্ষার প্রহর গুণে মজলুমেরা
বিচার হবেই ইনসাফের আদালতে..

Monday, December 12, 2016

আলোকিত অন্ধকার



কথাগুলো শুধু আমার না। আমার মতো অনার্স-মাস্টার্স কম্প্লিট করা দেশের কয়েক লাখ জনগোষ্ঠীর। যাদের মামা-চাচা নেই, নেই বড় ভাই কিংবা খালু। তাদের টাকারও জোর নেই ,যার মাধ্যমে সে পেয়ে যেতে পারে চাকরি নামের সোনার হরিণটি.............

Tuesday, December 6, 2016

গুম


একাকী রাত কাটে

দিন যায় প্রহর গুনে,

প্রিয় আর ফিরবেনা

"সিলেট  হাউজ " এর কুটির কোনে।

শুনবেনা সে আর প্রিয়ের মুখে

দরদমাখানো চিরচেনা ডাক "লুনা "

সেই ভালোবাসার স্পর্শ,আলিঙ্গন স্মৃতি হয়ে 

শুধু একে যায় সাদা কালো আল্পনা।

ডাইনিংয়ের সেই চেয়ার এখনো ফাকা

অলসভাবে রয়েছে পড়ে প্রিয়তমের শুটকিভর্তা,

হাজার স্মৃতি উদ্ভাসিত হয়ে কপোল ভিজিয়ে

বলে দেয় "প্রভু তুমিই বিচার কর্তা "।

Monday, December 5, 2016

ছন্নছাড়া



    ছন্নছাড়া


আমি ভাই কেউ নই
অতি সাধারন এক ব্যক্তি,

Wednesday, November 30, 2016

আরেকটি ডিসেম্বরের অপেক্ষা




কেটে গেছে এক যুগ, দুই যুগ,তিন যুগ,,,

তবুও প্রহর গুনছি


আরেকটি ডিসেম্বরের,


প্রহর গুনছি আরেকটি পতাকার


আরেকটি বিজয়ের।

Tuesday, November 29, 2016

ভেবে দেখো অন্তরে .............



নাবিক তুমি পথ ভুলে
ভিড় করেছ বন্দরে
কোথা হেথা নোঙর তোমার?
ভেবে দেখো অন্তরে ।

নাবিক তুমি ক্লান্ত আজি
বিশ্রাম তোমার মাস্তুলে!
আখি মেলে চেয়ে দেখ
গন্তব্যহীন তরী দোলে। 

Monday, November 28, 2016

সময়ের অপেক্ষা

          সময়ের অপেক্ষায়. . . . 

আমি অন্ধ
তাই দেখতে পাইনা
ডাস্টবিনের খাদ্য নিয়ে মানব-কুকুরের অসম লড়াই,

কিংবা দেখতে পাইনা
পাচ হাজার টাকা বেতনধারীর,
পাচ তলা অট্টালিকা নির্মানের বড়াই। 

তুমি রোহিঙ্গা






তুমি রোহিঙ্গা


কাদো, কাদো, তুমি কাদো
আরো,আরো,আরো বেশি করে কাদো,

Rনিরবে নিভৃতে, কোলাহল ছেড়ে,
লোকালয়ের অন্তরালে তুমি কাদো।