Monday, December 5, 2016

ছন্নছাড়া



    ছন্নছাড়া


আমি ভাই কেউ নই
অতি সাধারন এক ব্যক্তি,

ক্ষণিকের পরিচয়েই ফুটিয়ে তুলি

আমি ভাই হতাশ নই
নই প্রেম-যুগলবন্দি,
নাভাক্সের আশে একে যাই
ভালোবাসার ফন্দি।

আমি ভাই দুখু-ভারাক্রান্ত নই
খুজে ফিরি ক্ষণিকের সুখপ্রাপ্তি,
অল্পে আমি তুষ্ট , পারিনি হতে
তাই আধারেই ডেকুর আসে, ভরে মন তৃপ্তি।

০৬.০৭.১৪

No comments:

Post a Comment