স্বপ্নকে ভালোবাসি। স্বপ্নকে নিয়েই পথ চলি। এই স্বপ্নই একজন মানুষের বেচে থাকার অবলম্বন। স্বপ্ন আছেই বলে এই ধরণী এত সুন্দর, মায়াময় । সুন্দর, সুখী একটি জীবনের জন্য চাই সুন্দর, নির্মল,পবিত্র একটি স্বপ্ন........
Tuesday, November 29, 2016
ভেবে দেখো অন্তরে .............
নাবিক তুমি পথ ভুলে
ভিড় করেছ বন্দরে
কোথা হেথা নোঙর তোমার?
ভেবে দেখো অন্তরে ।
নাবিক তুমি ক্লান্ত আজি
বিশ্রাম তোমার মাস্তুলে!
আখি মেলে চেয়ে দেখ
গন্তব্যহীন তরী দোলে।
Subscribe to:
Posts (Atom)