ছাত্রশিবির : সবুজ চত্বরে লালগালিচার এক দুর্জয় কাফেলা
মোঃ ইয়াউমিন কাওছার চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যে নামটিতে রয়েছে এক উন্মাদনা, প্রেরণা, স্বপ্ন এবং ভালোবাসা। এই নাম শুধু নাম নয়, এটি একটি ঘর, বিশাল এক সংসার ।প্রবাহমান এক নদীর নাম, যে নদী ভাসিয়ে নিয়ে যায় সাগর সমান হতাশা , মনের গহীনে ঝমাট বাঁধা আবর্জনা, ময়লা আর ক্লেশ।