৫জুন ২০২০
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, সৌদি আরব, মিশর, রাশিয়া, ইকুয়েডর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, বলিভিয়া, ভারত, পাকিস্তানে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৪০ জন। এরই মধ্যে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার পার হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ৩৯২ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১৭৩ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১৬ জন। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ৩৫৭ জন মারা গেছে। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৪৪ জন মারা গেছেন। এর বাইরে, চিলিতে ৯২, ইতালিতে ৮৫, ইরানে ৬৩, ইকুয়েডরে ৪৮, জার্মানীতে ২২, তুরস্কে ১৮, বেলজিয়ামে ১৮, নেদারল্যান্ডসে ১৫, পোল্যান্ডে ২০, বলিভিয়ায় ১৫, ইরাকে ১৪, গুয়াতেমালায় ১৫ এবং ইন্দোনেশিয়ায় ৪৯ জন মারা গেছে।
সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ২৫৯১ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ৯৫,৭৪৮ জন। আজ সেখানে মারা গেছেন ৩১ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৪২ জন। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০৫৬ জন আর মারা গেছেন ২৭৮ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৩৫,৭৮৯ আর মোট মৃতের সংখ্যা ৬৬৪১ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন আর আক্রান্ত হয়েছেন ৩৯৮৫ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৩৮ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৮৯,২৪৯ জন।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৩৮৯,৭০৫ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৩৯৫,১৩৩ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ লাখ ৩৫ হাজার আর এখন এই সংখ্যা ৬৭ লাখ ৬৫ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৮১১ জন। এছাড়া একই সময়ে আরও ২,৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন।
সাধারণ ছুটি তুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোদিনই আক্রান্ত দুই হাজারের নিচে নামেনি। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সারাবিশ্বে এখন বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০-এ।
করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে 'রেড জোন' চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা এলাকা থেকে কোনো লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। তিন লক্ষাধিক বাসিন্দার ছোট্ট শহরটিতে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বহাল থাকবে। প্রয়োজনে দুই সপ্তাহের পর সময় আরো বাড়ানো হবে।
দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা। তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। তরুণ-যুবকরা বেশি আক্রান্ত হলেও মত্যু হারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধরা।
আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, সৌদি আরব, মিশর, রাশিয়া, ইকুয়েডর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, বলিভিয়া, ভারত, পাকিস্তানে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৪০ জন। এরই মধ্যে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার পার হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ৩৯২ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১৭৩ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১৬ জন। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ৩৫৭ জন মারা গেছে। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৪৪ জন মারা গেছেন। এর বাইরে, চিলিতে ৯২, ইতালিতে ৮৫, ইরানে ৬৩, ইকুয়েডরে ৪৮, জার্মানীতে ২২, তুরস্কে ১৮, বেলজিয়ামে ১৮, নেদারল্যান্ডসে ১৫, পোল্যান্ডে ২০, বলিভিয়ায় ১৫, ইরাকে ১৪, গুয়াতেমালায় ১৫ এবং ইন্দোনেশিয়ায় ৪৯ জন মারা গেছে।
সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ২৫৯১ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ৯৫,৭৪৮ জন। আজ সেখানে মারা গেছেন ৩১ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৪২ জন। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০৫৬ জন আর মারা গেছেন ২৭৮ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৩৫,৭৮৯ আর মোট মৃতের সংখ্যা ৬৬৪১ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন আর আক্রান্ত হয়েছেন ৩৯৮৫ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৩৮ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৮৯,২৪৯ জন।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৩৮৯,৭০৫ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৩৯৫,১৩৩ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ লাখ ৩৫ হাজার আর এখন এই সংখ্যা ৬৭ লাখ ৬৫ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৮১১ জন। এছাড়া একই সময়ে আরও ২,৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন।
সাধারণ ছুটি তুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোদিনই আক্রান্ত দুই হাজারের নিচে নামেনি। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সারাবিশ্বে এখন বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০-এ।
করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে 'রেড জোন' চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা এলাকা থেকে কোনো লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। তিন লক্ষাধিক বাসিন্দার ছোট্ট শহরটিতে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বহাল থাকবে। প্রয়োজনে দুই সপ্তাহের পর সময় আরো বাড়ানো হবে।
দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা। তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। তরুণ-যুবকরা বেশি আক্রান্ত হলেও মত্যু হারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধরা।
আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।