ভালোবাসা দিবস উদযাপন : বিকৃত মস্তিস্কের এক উৎসবের নাম
মোঃ ইয়াউমিন কাওছার চৌধুরী
ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়,কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়েউঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই,আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ।অপেক্ষা এবং আগ্রহ নিয়ে এই দিনটির অপেক্ষা করে ষোড়শী, তন্ময়রা।