Wednesday, November 30, 2016

শিবির একটি ফার্স্ট ক্লাস ভন্ডের দল....

শিবির হচ্ছে ফার্স্ট ক্লাস ভন্ড ,ফালতু একটা দল। তারা মুখে বলে সমাজ 

বদলে দেবে কিন্তু নিজেরাই তো খারাপ।

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের ৯৯%জনশক্তিরই ঈমান আমল, 

আখলাক ঠিক নাই তাই আপনাকে আর বেশী কিছু বলতে হবে বলে 

আমার মনে হয় না। নিজের ঈমান ,আমল রক্ষা করতে হলে এদের কাছ 

থেকে অবশ্যই দূরে থাকতে হবে।

আরেকটি ডিসেম্বরের অপেক্ষা




কেটে গেছে এক যুগ, দুই যুগ,তিন যুগ,,,

তবুও প্রহর গুনছি


আরেকটি ডিসেম্বরের,


প্রহর গুনছি আরেকটি পতাকার


আরেকটি বিজয়ের।

শুভ জন্মদিন




দিনটি ছিল ১৯৮৯ সালের ২৯শে নভেম্বর। স্বৈরাচারি জেনারেল 

এরশাদ সরকারের বিরুদ্বে আওয়ামিলিগ-বিএনপি-জামায়াত 

আহুত সর্বাত্নক হরতাল চলছিল দেশব্যাপী। এমনি এক 

সংকটপূর্ণ দিনে সিলেট উসমানি মেডিক্যাল হসপিটালে দুনিয়ার 

আলোতে আসে ফুটফুটে এক শিশু। সেই শিশুর কান্নায় তার 

জননী ভুলে যান তার সকল কষ্ট। জনক আনন্দে উদ্বেলিত হয়ে 

কোলে তুলে নেন তার প্রথম সন্তানকে। নানা তার প্রথম নাতির 

দুনিয়ায় আগমনকে বরন করে নেন সারা গ্রামে মিষ্টি বিতরনের 

মাধ্যমে আর নানি তার আদরের নাতিকে ঠান্ডা থেকে রক্ষার