স্বপ্নকে ভালোবাসি। স্বপ্নকে নিয়েই পথ চলি। এই স্বপ্নই একজন মানুষের বেচে থাকার অবলম্বন। স্বপ্ন আছেই বলে এই ধরণী এত সুন্দর, মায়াময় । সুন্দর, সুখী একটি জীবনের জন্য চাই সুন্দর, নির্মল,পবিত্র একটি স্বপ্ন........
Wednesday, November 30, 2016
আরেকটি ডিসেম্বরের অপেক্ষা
কেটে গেছে এক যুগ, দুই যুগ,তিন যুগ,,,
তবুও প্রহর গুনছি
আরেকটি ডিসেম্বরের,
প্রহর গুনছি আরেকটি পতাকার
আরেকটি বিজয়ের।
শুভ জন্মদিন
দিনটি ছিল ১৯৮৯ সালের ২৯শে নভেম্বর। স্বৈরাচারি জেনারেল
এরশাদ সরকারের বিরুদ্বে আওয়ামিলিগ-বিএনপি-জামায়াত
আহুত সর্বাত্নক হরতাল চলছিল দেশব্যাপী। এমনি এক
সংকটপূর্ণ দিনে সিলেট উসমানি মেডিক্যাল হসপিটালে দুনিয়ার
আলোতে আসে ফুটফুটে এক শিশু। সেই শিশুর কান্নায় তার
জননী ভুলে যান তার সকল কষ্ট। জনক আনন্দে উদ্বেলিত হয়ে
কোলে তুলে নেন তার প্রথম সন্তানকে। নানা তার প্রথম নাতির
দুনিয়ায় আগমনকে বরন করে নেন সারা গ্রামে মিষ্টি বিতরনের
মাধ্যমে আর নানি তার আদরের নাতিকে ঠান্ডা থেকে রক্ষার
Subscribe to:
Posts (Atom)