– " স্বপ্না, ও স্বপ্না। মা স্বপ্না। দেখে যাও মা ঐ আমার সবুজ আসছে।"
আরিফা জামানের ডাক শুনে স্বপ্না এসে শ্বাশুড়ির পশে দাড়ায়। তার শূন্য দৃষ্টি মেলে দেয় নদির বাকপথ পর্যন্ত। নিরবে দীর্ঘঃশ্বাস ফেলে বলে,
– "না আম্মা। আপনি ভুল দেখছেন। আপনার চশমাটা আর না কিনলেই নয়। এখন
উঠুনতো রোদ গড়িয়ে গেল। গোসল সেরে কিছু মুখে দেবেন "। উঠতে চান না আরিফা।
পথ চাওয়াই তার স্বস্তি, এই পথই তার সুখ। চোখের উপর বাম হাতটা রেখে রোদের আচ আড়াল করে বলেন,