Monday, November 28, 2016

সময়ের অপেক্ষা

          সময়ের অপেক্ষায়. . . . 

আমি অন্ধ
তাই দেখতে পাইনা
ডাস্টবিনের খাদ্য নিয়ে মানব-কুকুরের অসম লড়াই,

কিংবা দেখতে পাইনা
পাচ হাজার টাকা বেতনধারীর,
পাচ তলা অট্টালিকা নির্মানের বড়াই। 

অপেক্ষার প্রহর



রাত প্রায় দুটো। রাহাত দু'পা সোজা করে হাত দু খানা মাথার উপর দিয়ে চিৎ হয়ে শুয়ে আছে। আজ যেন তার চোখে ঘুম নেই। শ্যেন দৃষ্টিতে এক পলক তাকিয়ে আছে মাথার উপরে ঘরের ছাদের দিকে। ঠিক তার মাথার উপরে ৭৫ বল্টের একটি বাতি জ্বলছে। আর তার দু পাশে দুই জন, না তার চার পাশে প্রায় ৭০/৮০ জন লোক শুয়ে আছে। কেউ ঘুমুচ্ছে, কেউবা ঘুমোনোর খসরত করছে আবার কেউবা তার মতই নির্ঘুম। তবে কে ঘুমুচ্ছে আর কেইবা জেগে তার খোজ নেওয়ার যেমন কোন সুযোগ নেই ঠিক তেমনি কার মনে কত সুখ ( যদিও সুখ বলতে এখানে কিছুই নেই) আর কার কোন দুঃখের নদী বয়ে যাচ্ছে তারও খবর নেওয়ার কোন মাথা ব্যাথা, আগ্রহ কারো নেই।।

তুমি রোহিঙ্গা






তুমি রোহিঙ্গা


কাদো, কাদো, তুমি কাদো
আরো,আরো,আরো বেশি করে কাদো,

Rনিরবে নিভৃতে, কোলাহল ছেড়ে,
লোকালয়ের অন্তরালে তুমি কাদো।