Thursday, December 8, 2016

সুলতান সুলেমান সিরিয়াল : প্রচারণায় প্রথম আলো কেন এক ধাপ এগিয়ে ......

প্রসঙ্গ দীপ্ত টিভি : মেগা সিরিয়াল সুলতান সুলেমান,প্রচারণায় প্রথম আলো এবং একটি পর্যালোচনা 

সুলতান সোলেমানের সময়কালটা ছিলো ১৫০০ 

শতক, তার রাজত্বকাল ছিলো প্রায় ৪৬ বছর (১৫২০ - ১৫৬৬)। তার সময়ই এই সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃতি লাভ করে। পূর্ব ইউরোপের প্রায় পুরোটাই তা
তার সময়ে ওসমানিয় ডাইনেষ্টির অধীনে আসে। তিনি তার গ্র্যান্ড মুফতির সাথে যৌথ ভাবে কাজ করে অটোমেন ডাইনেষ্টির আইনি কাঠামোকে শরীয়ার আলোকে পূনর্বিন্যাস করেন,তিনি নিজেই ছিলেন একজন আইনবিশারদ একারনে তাকে " কানুনি সুলতান " বলা হয়। তিনি শিল্প সাহিত্য
সংস্কৃতির বিশেষ অনুরাগী ছিলেন। তার সময়ে ইস্তাম্বুলের স্থাপত্য শিল্পে ব্যাপক কাজ হয়। যা আজো তুরস্কের টুরিজম শিল্পের ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি ছিলেন বিশেষ জ্ঞান অনুরাগী বলতে গেলে বইয়ের পোকা ছিলেন তিনি, হস্তশিল্পে পারদর্শি। বিভিন্ন মূল্যবান পাথর খোদাই করে সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করতেন এবং বিভিন্ন জনকে উপহার দিতেন।  দিনের একটা নির্দিষ্ট সময় তিনি ব্যক্তিগত অধ্যয়নে ব্যয় করতেন। তার সময়ে তার সাম্রাজ্যের অর্থনৈতিক বিকাশ ছিলো ঈর্ষনিয়। জনকল্যানমূলক খানকা, ট্রাষ্টগুলোকে রাজকিয় আনুকূল্য দিতেন। বলাযায় তার সময়ে তার সাম্রাজ্য বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ার ছিলো।

#সোলেমানের ইতিহাসে কালো দাগ : একজন সফল সম্রাট হলেও তার পারিবারিক জীবনে বেশ কিছু বিপর্যয়ের সম্মুখীন হন। তাছাড়া রাজা বাদশাহরা যতই ভালো হন না কেন ক্ষমতার প্রশ্নে তাদের হাতে অনেক  অবিচারও হয়। তিনি তার ব্যতিক্রম ছিলেন না। তার দ্বিতীয় স্ত্রী "রোলেক্সানা আলেকজান্দ্রা  ওরফে হুররেম " র প্রতি অন্ধ ভালোবাসা তার হাত দিয়ে দুই দুইটি ভুল মৃত্যুদন্ড জারি করায়। ১ম টি তার প্রধানমন্ত্রী " পারগালী ইবরাহীম পাশা ", ২য় টি তার বড় সন্তান ক্রাউন প্রিন্স "শাহজাদা মোস্তফা"। দুইটি ঘটনার ক্ষেত্রেই কিছু মন্ত্রীর প্রাসাদ ষড়যন্ত্র ও সেকালের যোগাযোগ ব্যবস্থার দূরবস্থারও দায় ছিলো।

 #" সুলতান সোলেমান " সিরিয়াল প্রসংগ: 
এই সিরিয়ালের সবচেয়ে বড় দূর্বলতা এতে নারী অভিনেত্রীদের পোশাক ও কাষ্টিউম,গোসলখানার দৃশ্য। যা এতো দেখানো হয়েছে তা একেবারেই
বানোয়াট। অটোমেন ডাইনেষ্টি কেন মুসলিম শাসনামলের  কোন কালেই কোন রাজপরিবারের নারী সদস্যোদের  অমুহররামা পুরুষের দেখা করার
অনুমতি ছিলো না। আরেকটি বিষয় এতোবড় প্রতাপশালী সম্রাট আর তার প্রাসাদের ভেতরে এত হত্যাকান্ড হয় অথচ তিনি কিছুই
টের পান না, হাস্যকরও বটে। এই সিরিয়ালের কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ন দিক হেটিসা সুলতান ও ইবরাহীম পাশার দাম্পত্য
জীবন। মজার ব্যাপার হলো ইতিহাসের বইগুলোতে এর কোনই প্রমান নাই যে তাদের দুুইজনের মধ্যে বিয়ে বা ভাব ভালোবাসাছিলো। পুরোটাই বানোয়াট প্লট।সিরিয়ালের আকর্ষণ তৈরির উদ্যেশ্যেই নির্মার্তারা এই চরিত্র সংযোজন করেছেন। 
হলিউডের প্রযোজনায় নির্মিত এই সিরিয়াল নিয়ে তুরস্কের সর্বোচ্চ টিভি ও রেডিও পরিষদের দাবী অন্তত ৭০ হাজার অভিযোগ জমা পড়ে। ২০১২ সালে এরদোগান এই সিরিয়ালের কতৃপক্ষকে তরুন সমাজকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেন এবং ক্ষমা চাওয়ারদাবী করেন।

স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করার পরের শতকেই সুলতান ২য় সেলিমের পুত্র সুলতান সুলেমান মহাপ্রতাপ সহকারে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং সমগ্র ইউরোপ জুড়ে এক ভীতির সঞ্চার করতে সক্ষম হন। সেই সুলতানের শাসনের ইতিহাস বর্তমানে প্রায় ১১০ টি ভাষায় ডাবিং করে  বিভিন্ন দেশে  প্রচারিত হচ্ছে। বিশ্বে যখন আরব বসন্ত চলছে, ইউরোপ-আমেরিকায় মুসলামানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে , ঠিক সেই সময় এমন একজন সুলতানের ইতিহাস জনসম্মুখে ফিল্ম আকারে নিয়ে আসার উদ্যেশ্যটাই কি? এর উদ্যেশ্য একটাই আর তা হলো " তরুণ সমাজকে বিভ্রান্ত করা "। যে কেউ এই সিরিজটি দেখবে আর মুসলমানদের শাসন ইতিহাসকে এর মধ্যে জীবন্ত আকারে কল্পনা করবে। আর বলতে বাধ্য হবে স্পেন থেকে মুসলমানদের নির্মূল করাও ছিল সময়ের দাবি। তারা ভাববে এই মুসলমানরা যদি আবার রাজক্ষমতায় আসে তবে কেমন বর্বর হবে তাদের আচরণ । আধুনিক এই যুগে ইসলাম ধর্ম এবং মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গী ইস্যু হালে পানি না পাওয়ায় ইসলাম বিদ্বেষীরা এখন তাদের কৌশল পরিবর্তন করে মিডিয়াকে এমনভাবে ব্যবহার করার প্রয়াস চালাচ্ছে, যাতে শুধু অমুসলিম না মুসলমানরাও মুসলমানদের শাসন বিদ্বেষী হয়ে ওঠে। আর তাদের এই অপচেষ্টার প্রথম এবং বড় প্রকল্পই হচ্ছে " মেগা সিরিয়াল সুলতান সুলেমান সিরিজ "। প্রাসাদ ষড়যন্ত্র থেকে শুরু করে সুলতান, মন্ত্রী - সেনাপতি সহ গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের চরিত্র এমনভাবে উপস্হাপন করা হয়েছে যাতে মানুষের মনে এদের প্রতি চরম ঘৃণার সৃষ্টি হয়। তারা ইসলাম থেকে দূরে সরে আসে,ইসলামি শাসনের প্রতি বিদ্বেষী হয়ে উঠে।  আর বাংলাদেশে এই প্রচারণার দায়িত্ব পালন করছে  #দীপ্ত_টিভি। এবং প্রিন্ট মিডিয়ায় এর প্রচারণার দায়িত্ব নিয়েছে প্রথম আলো পত্রিিকা। আর এ পত্রিকার মূল উদ্দেশ্যটা কি তা সচেতন পাঠক মাত্রই বোধগম্য। 


পরিশেষে বলতে চাই, ইতিহাস,ঐতিহ্য  হচ্ছে গবেষণার বিষয়, যা জানতে হবে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে। কোন প্রকার সিনেমা, নাটক, মেগা সিরিয়াল ইতিহাস জানার কোন মাধ্যম হতে পারে না। এগুলো নির্মিত হয় ব্যবসায়িক ও অর্থনৈতিক লাভকেই সামনে রেখে। "সুলতান সুলেমান" মেগা সিরিজটিও এরকমই একটি ড্রামা সিরিজ বৈ অন্য কিছু না। 

০১/১১/১৬ : 

No comments:

Post a Comment