কলেজ ক্যাম্পাসে তারা কজন
মেতেছে আড্ডায়
সেই জায়গায়
যা নবিনের ভাষায় পয়েন্ট অব মোহনা।
বিশাল দিঘির পাড়, গাছের ছায়ায়
আদ্দাটা প্রতিদিনি ব
হাসি খুশি আর খুন্সুটিতে
সময় বয়ে জায়।
এমনি করে চলে জায় ঘন্টা
দিন সপ্তাহ মাস বছর
তারি মাঝে কারো মনে
গড়ে তুলে স্বপ্ন রাংা ঘর।
চোখের চাহনি আর সুপ্ত ইশারায়
একে অপরকে তারা
আপন করে নেয়
প্রেমের মালা দ্বারা।
ভালোই যাচ্ছিল আদ্দা আর
প্রেম ভালোবাসার গল্প
হট্হাত নেমে আসে অশনি সন্
যেনসুখ্টা অতি অল্প।
সকল স্বপ্ন আধারে লুকিয়ে
দুজনে হয় ছিন্ন
সুখের মিলন ঘটার আগেই
পথ হয়ে জায়দুটি ভিন্ন।
নবিনের কাছে যে পয়েন্ট
উচ্চসিত আশা ভালোবাসা
প্রবীনরা দাড়িয়ে ভাব
দিস ইজ দা পয়েন্ট অব হতাশা।
সতর্কতাঃ সেই সকল নবীন ছাত্র ছাত্রী ভাই বোনদের, যারা কলেজ কেম্পাসে উঠেই নিজেদ্রকে প্রেম ভালোবাসার খেলায়
মত্ত করে তলেন তাদের জন্য। কেননা তমাদের ছোট্ট একটি ভুল সারা জিবনের জন্য অশান্তি বয়ে আনতে
No comments:
Post a Comment