কথাগুলো শুধু আমার না। আমার মতো অনার্স-মাস্টার্স কম্প্লিট করা দেশের কয়েক লাখ জনগোষ্ঠীর। যাদের মামা-চাচা নেই, নেই বড় ভাই কিংবা খালু। তাদের টাকারও জোর নেই ,যার মাধ্যমে সে পেয়ে যেতে পারে চাকরি নামের সোনার হরিণটি.............
তোকে নিয়ে দেখা হাজারো স্বপ্ন
আজ মোর দুয়ারে,
তুই কড়া নাড়ছিস, আর উচ্চ স্বরে হাকছিস
এসো মোর শিয়রে ।
আমি নিরব, নিশ্চুপ,অপলক দৃষ্টি মেলে
চেয়ে আছি তোর হাতছানিতে,
আমি নির্বাক আর অবিশ্বাস ভরা নিশ্বাসে
উদগীরণ করে চলেছি তোরে, এক দৃষ্টিতে।
হুম! আমার পাশে, নাহ! আমারি আয়ত্বে
তুই এখন পরাধীন, আমার বাহুডোরে ,
আর আমি? অন্যভাবে বলতে গেলে
শক্ত একখন্ড কাগজের স্বীকৃতির পরে ।
আমি পেয়েছি আজ তোরে শত সাধনায়
এক, দুই, তিন, তিনটি স্টেজ পার হয়ে চারে,
তবুও মোর আত্না প্রশান্ত নহে
সে চায় আরো, আরো কর্তৃত্ব কারো 'পরে।
No comments:
Post a Comment