Tuesday, November 20, 2018


কয়েকদিন আগেই জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ভোধন হয়ে গেল বাংলাদেশের অন্যতম বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রটিলাগড় ইকো পার্ক, সিলেট, সিলেট এর। লোভ হচ্ছিল জায়গাটি ভ্রমনের কিন্তু সময় এবং সঙ্গীর অভাবে আর যাওয়া হচ্ছিল না।
 তবে ইচ্ছে থাকলে উপায় হয়, সদা হাস্যোজ্বল #ফয়েজ ভাইকে ফোন দিতেই এক পায়ে খাড়া আর #মন্জুর ভাইও মনে হয় আমার মতোই ছিলেন দোদুল্যমান অবস্থায়। প্রস্তাব দিতেই কিছুটা সময় চিন্তা ভাবনা করে সম্মতি দিয়ে দিলেন। সিদ্ধান্তুনুযায়ি ডিউটি শেষ করেই ছুটে চললাম কিছুটাএডভেঞ্চার এর নেশায়।

জায়গাটি নিরিবিলি এবং শহরের সন্নিকটে হওয়ায় যান্ত্রিকতার ফাকে কিছুটা সময় প্রকৃতির কাছে নিরিবিলি সময় কাঠানোর সবার জন্য একটা সুন্দর মাধ্যম হতে পারে।হতে পারে বিনোদনের একটা ক্ষেত্র যা স্বল্প সময়ে আপনার মনকে করে তুলতে পারে প্রফুল্ল।
বন্য প্রাণীগুলোর মধ্যে হরিণ, জেব্রা, খরগোস, পাইথন সাপ এবং কয়েক প্রজাতির পাখির মাধ্যমে এ অভয়ারণ্যটি উদ্বোধন করলেও এ অঞ্চলটিকে দেশের অন্যতম বিরাট চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন নগরী হিসেবে সিলেট হয়ে উঠবে আরো আকর্ষণীয় ..........

No comments:

Post a Comment