Monday, June 8, 2020

১৬ তম দেশ হিসেবে পাকিস্থানে আক্রান্তের সংখ্যা ১ লাখ পার হয়েছে


২৪ ঘন্টার করোনা আপডেট: ৮ই জুন, ২০২০
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশসহ আরো বেশ কিছু দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, ইরান, সৌদি আরব, সুইডেন, ইকুয়েডর, মিশর, রাশিয়া, আফগানিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, গুয়েতেমালা, ভারত, পাকিস্তানে পরিস্থিতি এখনো অবনতির দিকেই। পাকিস্তানে  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ ১ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে পাকিস্তান এখন বিশ্বের ১৬তম দেশ।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৩২৫ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ১৭৬ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ৮১৩ জন। চিলিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৪ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮৮ জন। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১১২ জন মারা গেছেন। এর বাইরে, যুক্তরাজ্যে ৫৫, ইরানে ৭০, ইতালিতে ৬৫, ইন্দোনেশিয়ায় ৩২, কানাডায় ৩০, আফগানিস্তানে ১২, বলিভিয়ায় ১১, আর্মেনিয়ায় ১১ এবং ইরাকে ২৪ জন মারা গেছে।

সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ৩৩৬৯ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ১০৫,২৮৩ জন। আজ সেখানে মারা গেছেন ৩৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৭৪৬ জন। ভারতে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২৫৪ জন আর মারা গেছেন ২৬৬ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৬৫,৭৪০ আর মোট মৃতের সংখ্যা ৭৪৭৩ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৫ জন- আর আক্রান্ত হয়েছেন ৪৭২৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০৬৭ জন আর মোট আক্রান্তের সংখ্যা ১০৩,৬৭১ জন।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সোমবার সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনা পজিটিভ হয়েছেন ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ। অন্যদিকে, ভারতে করোনা পরিস্থিরি অবনতির মধ্যেই কিছু কিছু এলাকায় আজ থেকে ধর্মীয় উপাসনালয়, হোটেল, শপিং মল ও রেস্তোরাঁগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, জ্বর ও গলা ব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এরই মধ্যে সেলফ আইসোলেশনে গেছেন তিনি। আগামীকাল তাঁর করোনা পরীক্ষা করা হবে। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর সব সভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৪০৩,৩৪৫ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৪০৭,৪০৫ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭০ লাখ ৩৭ হাজার আর এখন এই সংখ্যা ৭১ লাখ ৪৫ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন।

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন জোন করে লকডাউন ঘোষণা সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে মন্ত্রীসভায়। বিদ্যমান সংক্রামক ব্যাধি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর অন্যন্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগে থেকে উন্নতির দিকে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হননি। তারপরও তার বিষয়ে আপডেট দেয়া হলো।

এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ‘লাইফ সাপোর্টে’ নেয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন, তার অবস্থার কোনো উন্নতি নেই। বরং আরো ক্রিটিক্যাল অবস্থায় যাওয়ার পরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব রাজাবাজার রেড জোন ঘোষণা করে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন শুরু হবে।

আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

Sunday, June 7, 2020

২৪ ঘন্টার করোনা আপডেট: গতকালকের তুলনায় আজকে কিছুটা উন্নতি হয়েছে


বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির আজ বেশ উন্নতি হয়েছে। যদিও বাংলাদেশসহ আরো বেশ কিছু দেশে বিশেষ করে  যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, ইরান, সৌদি আরব, মিশর, রাশিয়া, আফগানিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ভারত, পাকিস্তানে পরিস্থিতি এখনো অবনতির দিকেই। সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ ১ লাখ পার হয়েছে।  আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সৌদি আরব এখন বিশ্বের ১৫তম দেশ।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৬৪৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ১০৯ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১০৮ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪১ জন। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৩৪ জন মারা গেছেন। এর বাইরে, যুক্তরাজ্যে ৭৭, ইরানে ৭২, ইতালিতে ৫৩, ইন্দোনেশিয়ায় ৫০, তুরস্কে ২৩, কানাডায় ২৭, আফগানিস্তানে ৩০, বলিভিয়ায় ২৭ এবং ইরাকে ২৮ জন মারা গেছে।

সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ৩০৪৫ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ১০১,৯১৪ জন। আজ সেখানে মারা গেছেন ৩৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৭১২ জন। ভারতে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০,১১৪ জন আর মারা গেছেন ২৪১ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৫৬,৭৩৬ আর মোট মৃতের সংখ্যা ৭১৮৭ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন- আর আক্রান্ত হয়েছেন ৪৯৬০ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০০২জন আর মোট আক্রান্তের সংখ্যা ৯৮,৯৪৩ জন।

এদিকে, ইতালিতে দীর্ঘ প্রায় তিন মাস পর লকডাউন তুলে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা ও পরিবহন চালু করে দেওয়া হলেও জমে উঠেনি ব্যবসা-বাণিজ্য। সরকার সব খুলে দিলেও মানুষজন সেভাবে বাসা ছেড়ে বের হচ্ছে না। এ অবস্থায় ইতালিতে প্রায় ৮০ ভাগ প্রবাসী কর্মহীন হয়ে আছে।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৪০০,০১৮ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৪০৩,৩৪৫ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৯ লাখ ১৪ হাজার আর এখন এই সংখ্যা ৭০ লাখ ৩৭ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯  জন।

করোনা টেস্টের কীটের সংকট শুরু হয়ে গেছে দেশের নানা স্থানে। কিটের অভাবে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষা হয়নি আজ। এ অবস্থায় নতুন করে নমুনাও সংগ্রহ করা হচ্ছে না।

কোভিড-১৯-এ আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। করোনা আক্রান্ত পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরকেও ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে।  হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শফীকেও চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তার করোনা হয়নি। মূলত বার্ধক্যজনিত রোগেই তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে গতকাল রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বিকেলে ইন্তেকাল করেছেন ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান ও ওই হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. মির্জা নাজিমুদ্দিন।

আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

Saturday, June 6, 2020

২৪ ঘন্টার করোনা আপডেট: ৬ই জুন ২০২০



বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। বিশ্বে করোনায় মোট নিহতের সংখ্যা আজ ৪ লাখ পার হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে মাত্র কয়েক মাসের ব্যবধানে একটি রোগে ৪ লাখ মানুষের মুত্যু নজিরবিহীন ঘটনা। নভেল করোনাভাইরাসের সংক্রমণের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। গত এপ্রিলে পুরো মাসজুড়ে একদিনও শনাক্তের সংখ্যা লাখের ঘরে পৌঁছায়নি। কিন্তু সপ্তাহখানেক ধরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, সৌদি আরব, মিশর, রাশিয়া, ইকুয়েডর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, গুয়াতেমালা, ভারত, পাকিস্তানে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ইরানে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। তবে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুনভাবে দেশটিতে আবার করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৭৩ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ৩২৬ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১৬৪ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৬২৫ জন। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ২০৪ জন মারা গেছে। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৯৭ জন মারা গেছেন। এর বাইরে, চিলিতে ৯৩, ইরানে ৭৫, ইতালিতে ৭২, কানাডায় ৭০, গুয়াতেমালায় ৫৮, ইরাকে ৩৩, তুরস্কে ২১, সুইডেনে ১৭, ইউক্রেনে ১৫, পোল্যান্ডে ১৬, বলিভিয়ায় ১২, আফগানিস্তানে ১১, কুয়েতে ১০ এবং ইন্দোনেশিয়ায় ৩১ জন মারা গেছে।

সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ৩১২১ জন- যা এ যাবৎকালের সর্বোচ্চ। মোট আক্রান্ত রোগির সংখ্যা ৯৮,৮৬৯ জন। আজ সেখানে মারা গেছেন ৩৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৭৬ জন। ভারতে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০,২৭০ জন আর মারা গেছেন ২৯৭ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৪৬,৪৫৪ আর মোট মৃতের সংখ্যা ৬৯৪৬ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন- আর আক্রান্ত হয়েছেন ৪৭৩৪ জন। পাকিস্তানে আক্রান্ত ও নিহতের সংখ্যা আজ সাম্প্রতিককালের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৯৩৫   জন আর মোট আক্রান্তের সংখ্যা ৯৩,৯৮৩ জন।

সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। এরই মধ্যে সংক্রমণে মৃত্যুপুরী ইতালিকে টপকে বিশ্বে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৯৬২ জন। প্রাণহানীর সংখ্যা বেড়েছে বহুগুণে। অবস্থা এতটাই নাজুক যে, ২৪ ঘণ্টা জ্বলছে চিতা-চুল্লি, তবুও লাশের স্তূপ জমেছে দিল্লির শ্মশানে।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৩৯৫,১৩৩ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৪০০,০১৮ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ লাখ ৬৫ হাজার আর এখন এই সংখ্যা ৬৯ লাখ ১৪ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুক্তরাজ্যে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের ব্যাপারে কোনো বিধি–নিষেধ নেই। তাই সেখানে ফ্লাইট চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল, সেটি তুলে নেওয়া হতে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরেকটি রুট কাতারেও ফ্লাইট চালু হতে পারে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মিটিংয়ে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে।

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রাজধানীসহ সারাদেশকে তিনটি জোন- রেড, ইয়েলো ও গ্রিন ভাগে ভাগ করে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আগামীকাল রবিবার থেকে পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত ঢাকার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেয়া হবে বলেও জানানো হয়।

আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

Friday, June 5, 2020

২৪ ঘন্টার করোনা আপডেটঃ পরিস্থিতির অবনতি অব্যাহত

৫জুন ২০২০
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, সৌদি আরব, মিশর, রাশিয়া, ইকুয়েডর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, বলিভিয়া, ভারত, পাকিস্তানে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৪০ জন। এরই মধ্যে বিশ্বজুড়ে মোট ‍মৃতের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার পার হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ৩৯২ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১৭৩ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১৬ জন। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ৩৫৭ জন মারা গেছে। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৪৪ জন মারা গেছেন। এর বাইরে, চিলিতে ৯২, ইতালিতে ৮৫, ইরানে ৬৩, ইকুয়েডরে ৪৮, জার্মানীতে ২২, তুরস্কে ১৮, বেলজিয়ামে ১৮, নেদারল্যান্ডসে ১৫, পোল্যান্ডে ২০, বলিভিয়ায় ১৫, ইরাকে ১৪, গুয়াতেমালায় ১৫ এবং ইন্দোনেশিয়ায় ৪৯ জন মারা গেছে।

সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ২৫৯১ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ৯৫,৭৪৮ জন। আজ সেখানে মারা গেছেন ৩১ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৪২ জন। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০৫৬ জন আর মারা গেছেন ২৭৮ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৩৫,৭৮৯ আর মোট মৃতের সংখ্যা ৬৬৪১ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন আর আক্রান্ত হয়েছেন ৩৯৮৫ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৩৮ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৮৯,২৪৯ জন।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৩৮৯,৭০৫ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৩৯৫,১৩৩ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ লাখ ৩৫ হাজার আর এখন এই সংখ্যা ৬৭ লাখ ৬৫ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৮১১ জন। এছাড়া একই সময়ে আরও ২,৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন।

সাধারণ ছুটি তুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোদিনই আক্রান্ত দুই হাজারের নিচে নামেনি। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সারাবিশ্বে এখন বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০-এ।

করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে 'রেড জোন' চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা এলাকা থেকে কোনো লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। তিন লক্ষাধিক বাসিন্দার ছোট্ট শহরটিতে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বহাল থাকবে। প্রয়োজনে দুই সপ্তাহের পর সময় আরো বাড়ানো হবে।

দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা। তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। তরুণ-যুবকরা বেশি আক্রান্ত হলেও মত্যু হারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধরা।

আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

Thursday, June 4, 2020

চেঙ্গিজ খানের নাতি সম্রাট গুইউক খানের নিজ অন্ডকোষ হারানোর ইতিহাস


ক্রুসেডের মাধ্যমে মুসলিম নির্মূলে ব্যর্থ হয়ে খৃষ্টান ইউরোপীয় রাজনৈতিক ও ভ্যাটিকোনের নেতারা শক্তিশালী মোঙ্গল নেতাদের  কাছে ছুটে গিয়েছিলেন। চেঙ্গিজ খাঁনের মৃত্যুর পরে তার পুত্র ওগদাই খাঁন, ওগদাই খাঁনের পরে তার পুত্র গুইউক খাঁন রাজ্যের হাল ধরেন।

ক্ষমতাধর মোঙ্গলদের পদতলে সারা বিশ্বের সম্পদ আর ভোগের অবারিত সুযোগ এসে ততদিনে ধরা দিয়েছে। চেঙ্গিজ খাঁন ও তার পরবর্তি বংশধরদের মধ্যে সেই পরিমান ধৈর্য্য না থাকলেও বীরত্ব, বংশীয় ও গোত্রীয় মর্যাদাবোধ, নেতার আনুগত্যের চেতনা এবং হিংস্রতা বিদ্যমান ছিল পুরোমাত্রায়।

বাবা ওগদাই খাঁনের মৃত্যুর সময় গুইউক খাঁন ছিলেন রাজধানী থেকে অনেক দূরে কারাকোরাম এলাকায়। বড় সন্তানের অবর্তমানে সিংহাসনের হাল ধরলেন মা তুরকিনা। বিলম্ব না করে ছেলেকে ডেকে পাঠালেন রাজধানীতে। খবর পেয়ে গুইউক খাঁন ছুটে এলেন মা‘র কাছে। অধিষ্ঠিত হলেন ক্ষমতায়।

নতুন রাজা হিসেবে গুইউক খাঁনের অভিষেক অনুষ্ঠানের আয়োজন চলতে থাকলো সারা রাজ্যজুড়ে। দুর-দুরান্ত থেকে রাজারা তাদের নিজ নিজ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল পাঠাতে থাকলো নতুন রাজার জন্য সম্পদ ও নজরানা, উপঢৌকন হিসেবে।

খোরাসান, পারস্য, বাইজান্টাইন, রোম, সিরিয়া, বাগদাদসহ আশে পাশের প্রায় প্রতিটি জনপদ থেকেই দূতরা এসেছে। সকলেই চেয়েছে সব সময় এবং যে কোন মুল্যে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। নিজেদের রাজ্যের অবস্থা যাই হোক, যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রত্যেকেই মোঙ্গল রাজার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য দূত ও প্রতিনিধি দল পাঠিয়েছে ।

আগত এইসব প্রতিনিধি দলের জন্য রাজপ্রাসাদের নিকটেই তাঁবু টানানো ও তাদের থাকা, আপ্যায়নের ব্যবস্থা করা হলো। নৃত-গীত, আহার-পানীয় আর নানা ভোগ উপভোগের সবরকম আযোজনও থাকলো।

কি অবাক কান্ড, বাগদাদ কিংবা বাইজান্টাইন সীমান্তে যে রাজা বাদশহারা নিজেরা পরস্পরের গলা কাটতে ব্যস্ত, সেই তারাই মোঙ্গল দরবারে শান্তিপূর্ণ অবস্থান করে আর সুর-সুরায় মজলেন! সেখানে সকলেই সুবোধ ও শান্ত, কোন রকম বাদ-বিবাদ নেই, নেই হিংষা বিদ্বেষ!

এসেছিলেন বাইজান্টাইন সাম্রাজ্যের প্রতিনিধিদলও। খৃষ্টান পাদ্রিরা সাথে এনেছিলেন নানা উপঢৌকন আর সুন্দরী নারী। সুন্দরী নারী পেতে অবশ্য গুইউক খাঁনের কোন রকম আপত্তি ছিল না। তার ঘর আলো করে ছিল ঐ বাইজন্টাইন সাম্রাজ্যেরই এক খৃষ্টান আর্মেনীয় নারী। তাকেও গুইউক খাঁন পেয়েছিলে উপঢৌকন হিসেবেই। তার রুপ যৌবনে তিনি এতোটাই মজেছিলেন যে, সগোত্রীয় নারীর পরিবর্তে ঐ আর্মেনিয় নারীকেই রাণী বানিয়েছিলেন।

অভিষেক শুরু হতে আরও কয়েকদিন বাঁকি। রোম থেকে আগত খৃষ্টান প্রতিনিধি দল এই ক‘দিনে নিজেদের মেয়ে রাণীর সাথে বেশ কয়েকবার দেখা করলেন। সুদুর কন্সাটন্টিনেপল থেকে বয়ে আনা দূর্মূল্য উপহার বিনিময় শেষে ছোট্ট একটা মিনতিও রাখলেন তারা।

মহান চেঙ্গিজ খাঁন পৃথিবীর বুক থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করতে মাঠে নেমেছিলেন, তা হঠাৎ করে থেমে গেল! ইশ্বর তাকে আর কয়টা দিন সময় দিলে এই পৃথিবীর বুকে আর কোন মুসলমানই অবশিষ্ঠ থাকতো না। কিন্তু তেমনটা হয়নি ভাগ্যের নির্মম পরিহাস!

এখন তারই দৌহিত্র মহান গুইউক খাঁন রাজ্যের রাজা হতে চলেছেন। যীশু খৃষ্টের একনিষ্ঠ ভক্ত রাণী যদি মহান সম্রাটকে দিয়ে মুসলিম নির্মূলে সেই অভিযানটি আবারও শুরু করান, তা হলে খৃষ্টবাদের জন্য এক বিরাট কাজ হয়। রোমের জনগণ মহামান্য রাণীকে আজীবন স্মরণ করবে। গির্জায় গির্জায় রাণীর জন্য বিশেষ প্রার্থনাও করা হবে। ইশ্বরও নিশ্চয়ই রাণীকে পুরস্কৃত করবেন।

নিজ পিতৃভূমির পাদ্রিদের প্রশস্থিমূলক কথাবার্তায় রাজার উপরে নিজের প্রভাব জাহির করতে রাণী কথা দিলেন; রাজাকে দিয়ে ডিক্রি জারি করিয়ে দেবেন যেন, চেঙ্গিজ খাঁনের থেমে যাওয়া মুসলিম নিধন অভিযানটা আবারও শুরু হয়। খূশিতে গদ গদ পাদ্রি দল  বিশেষ প্রার্থনা করলেন রাণীর সফলতা, সুস্বাস্থ কামনায়।

রাণী কথা রেখেছিলেন। ইশ্বরও রাণীকে প্রতিদান দিয়েছিলেন। অভিষেক শেষে প্রতিনিধি দল বিদায়ী স্বাক্ষাতের জন্য পাদ্রিরা'সহ উপস্থিত হয়েছে রাজদরবারে। তাদের সামনে রাণী পূর্বলিখিত একটি ডিক্রিতে সম্রাটের সই করিয়ে দিলেন। সম্রাটের স্বাক্ষরযুক্ত আদেশ; প্রতিটি মোঙ্গল সেনাপতি যেন তাদের রাজ্যে যত মুসলমান রয়েছে, তাদের হত্যা করে।

খূশিতে গদ গদ পাদ্রিরা রাজার জন্যও বিশেষ প্রার্থনা করলেন। প্রার্থনাশেষে বিদায় দিতে সম্রাট তাদের সাথে দরজা পর্যন্ত এসেছেন, সেখানেই ঘটলো বিপত্তি।

উপস্থিত সকলের সামনে ঘটে গেলা ঘটনাটা। সম্রাটের বিশ্বস্থ ও প্রভুভক্ত শিকারি কুকুরটা আচমকা দৌড়ে এসে কামড়ে ধরলো সম্রাটের অন্ডকোষ! সম্রাট ব্যাথায় চিৎকার দিয়ে উঠলেন। কুকুরও নাছোড় বান্দাহ। সভাষদরা এগিয়ে এলেন। টানাটানি চললো কিছুক্ষণ। সম্রাট অনেক কষ্টে মুক্তি পেলেন বটে, তবে কুকুরের মুখে লেপ্টে থাকলো তার সাধের অন্ডকোষ!

হতভম্ব পাদ্রি দল একটু আগেও সম্রাটের মঙ্গলের জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তারাসহ উপস্থিত সকলেই এ ঘটনায় এতোটাই আতংকগ্রস্থ হয়েছিলেন যে, এরপরে ঐ ডিক্রি বাস্তবায়নে সাহসও আর কেউ করেনি!

অন্দরমহলে চরম মুসলিম বিদ্বেষী রাণী তার হিজড়া স্বামীকে নিয়ে কতোটা সুখে দাম্পত্য জীবন কাটিয়েছেন জীবন ও যৌবন সন্মন্ধ্যে সচেতন প্রতিটি পাঠকই তা আন্দাজ করতে পারেন।

অতএব, সাবধান! ইসলাম ও মুসলিম বিদ্বেষে নামার আগে পরিণতিটা একবার ভেবে দেখবেন। মুসলমানরা ক্ষেত্রে বিশেষে দূর্বল হলেও তাদের আল্লাহ কিন্তু সর্বাবস্থায় এবং সর্বক্ষেত্রেই সর্বাপেক্ষা ক্ষমতাধর। কথাটা মনে রাখলে সবারই কল্যাণ হবে বৈকি!

তথ্যসূত্রঃ
বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক
Arnold Toynbee র লেখা
Mankind and Mother Earth, A Narrative History of the World
 (৪৯৯ নম্বর পৃষ্ঠা।) 

২৪ ঘন্টার করোনা আপডেট

৪ই জুন ২০২০।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ১৩ ও ১৪ তম দেশ হিসেবে চিলি ও মেক্সিকোতে করোনায় আক্রান্তের সংখ্যা আজ ১ লাখ পার হয়েছে। মেক্সিকোতে আজ প্রথমবারের মতো একদিনে ১ হাজারের বেশি লোক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, সৌদি আরব, মিশর, রাশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, বলিভিয়া, ভারত, পাকিস্তানে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে।

দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন দুর্ভিক্ষের পাশাপাশি এতদিন লড়ে আসছে কলেরা মহামারির সঙ্গে। এবার সেখানে নতুন যোগ হয়েছে করোনাভাইরাস। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা গত সোমবার জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে করোনায় মৃত্যুর হার ২০.৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯১৮ জন। এরই মধ্যে বিশ্বজুড়ে মোট ‍মৃতের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার পার হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ৩০৬ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১৪১ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ১০৯২ জন। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ১৭৬ জন মারা গেছে। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৪১ জন আর কানাডায় ১৩৭ জন মারা গেছেন। এর বাইরে, ইতালিতে ৮৮, চিলিতে ৮১, ইরানে ৫৯, বেলজিয়ামে ২৬, সুইডেনে ২০, বলিভিয়ায় ২৪, ইরাকে ১৫, গুয়াতেমালায় ২০ এবং ইন্দোনেশিয়ায় ২৩ জন মারা গেছে।

সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ১৯৭৫ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ৯৩,১৫৭ জন। আজ সেখানে মারা গেছেন ৩২ জন এবং মোট মৃতের সংখ্যা ৬১১ জন। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২৫৮ জন আর মারা গেছেন ২৩০ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২২৫,০৮২ আর মোট মৃতের সংখ্যা ৬৩১৮ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন আর আক্রান্ত হয়েছেন ৪৮০১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭৭০ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৮৫,২৬৪ জন।

করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৩৮৪,৬১৭ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৩৮৯,৭০৫ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৫ লাখ ১২ হাজার আর এখন এই সংখ্যা ৬৬ লাখ ৩৫ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।

করোনাভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেওয়ায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভূক্ত এসব তাবলিগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

সৌদি সরকারের অনুমতি পেলেই নিবন্ধনকারী প্রায় ৬৫ হাজার হজযাত্রী এবার হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। হজ্জযাত্রীদের এখনো মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।

এদিকে, ঈদের ছুটির পর পোশাকশিল্পে যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, তাকে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা বলে উল্লেখ করেছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। তিনি আরো বলেন, করোনার কারণে ৫৫ শতাংশ সক্ষমতা নিয়ে উৎপাদন চালাতে হলে কারখানাগুলোর পক্ষে শ্রমিক ছাঁটাই ছাড়া উপায় থাকবে না। এটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু করার কিছু নেই।

আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

তথ

Monday, June 1, 2020

পয়েন্ট অব হতাশা


কলেজ ক্যাম্পাসে তারা কজন
মেতেছে আড্ডায়
সেই জায়গায়
যা নবিনের ভাষায় পয়েন্ট অব মোহনা।

বিশাল দিঘির পাড়, গাছের ছায়ায়
আদ্দাটা প্রতিদিনি ব
হাসি খুশি আর খুন্সুটিতে
সময় বয়ে জায়।

এমনি করে চলে জায় ঘন্টা
দিন সপ্তাহ মাস বছর
তারি মাঝে কারো মনে
গড়ে তুলে স্বপ্ন রাংা ঘর।

চোখের চাহনি আর সুপ্ত ইশারায়
একে অপরকে তারা
আপন করে নেয়
প্রেমের মালা দ্বারা।
ভালোই যাচ্ছিল আদ্দা আর
প্রেম ভালোবাসার গল্প
হট্হাত নেমে আসে অশনি সন্
যেনসুখ্টা অতি অল্প।

সকল স্বপ্ন আধারে লুকিয়ে
দুজনে হয় ছিন্ন
সুখের মিলন ঘটার আগেই
পথ হয়ে জায়দুটি ভিন্ন।

নবিনের কাছে যে পয়েন্ট
উচ্চসিত আশা ভালোবাসা
প্রবীনরা দাড়িয়ে ভাব
দিস ইজ দা পয়েন্ট অব হতাশা।

সতর্কতাঃ সেই সকল নবীন ছাত্র ছাত্রী ভাই বোনদের, যারা কলেজ কেম্পাসে উঠেই নিজেদ্রকে প্রেম ভালোবাসার খেলায় 
মত্ত করে তলেন তাদের জন্য। কেননা তমাদের ছোট্ট একটি ভুল সারা জিবনের জন্য অশান্তি বয়ে আনতে

শামসুদ্দীনে করোনা টেস্টের গড়িমসিতে প্রাণ হারালেন সিএইচসিপি এর সভাপতি আকরাম চৌধুরীর বড় ভাই



আমরা ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই লাখড়ী পাড়া, শিবগঞ্জ সিলেট নিবাসী
#জনাব_মাহমুদুল_হক_চৌধুরী (মামুন কন্ট্রাক্টর) গত ২৮ মে বৃহস্পতিবার শহীদ শামস উদ্দিন হাসপাতালে রাত ৩.২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

#প্রসঙ্গত ঈদুল ফিতরের রাত বড় ভাইয়ের দীর্ঘ মেয়াদি ডায়েবিটিস উচ্চ রক্তচাপ রোগ থাকায়, ডায়াবেটিস নিল হয়ে যায় যার ফলে তিনি কোমায় চলে যান, এবং শ্বাসকষ্ট দেখা দেয়। উচ্চতর চিকিৎসার জন্য সিলেটের ২/৩ টি নামি ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তিনারা ভর্তির ব্যাপারে ওসমানী এবং শহীদ শামস উদ্দিন সাজেস্ট করেন। পরবর্তীতে ইবনে সিনা হাসপাতালে ভর্তির সুযোগ হয়। ইবনে সিনায় বুকের এক্সরে পরীক্ষা দিলে দেখা যায় টিউবারকিউলোসিস এবং লাঞ্চ সেডো হয়ে গেছে। শ্বাসকষ্ট একটু বেড়ে গেলে আইসি ইউ প্রয়োজনবোধ হলে কর্তৃপক্ষ আইসিইউ তে এডমিট না করে ওসমানীতে COVID-19 সাসপেক্টেড হিসেবে ছাড়পত্র দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরের দিন অবস্থার পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক COVID -19 সাসপেক্টেড হিসেবে শামস উদ্দিন হাসপাতালে রেফার করেন, আন্তরিকতার সহিত সহযোগিতা করেন ভাগিনা ডাঃ জিমি চৌধুরী  এবং ডাঃ মুকুল অসংখ্য ধন্যবাদ উনাদের। মধ্যেখানে ২দিন প্রায় অনাহারে এবং সঠিক চিকিৎসা ছাড়া শামস উদ্দিনে ভর্তি করা হয়। সঙ্গে ভাইয়ের একমাত্র ছেলে ভাতিজা #মুমসাদ কে নিয়ে Yellow zone (হলুদ জোন) যেখানে করোনা #পজেটিভ_নয় শুধু উপসর্গ নিয়ে ভর্তি রোগীর ওয়ার্ডে এডমিট দেয়া হয়। সেবা হিসেবে কর্তব্যরত নার্স তাদের আন্তরিক কিছু সেবা পাওয়া ছাড়া আর কিছু পাই নাই। যেহেতু কর্তব্যরত চিকিৎসক দের রেফার হিসেবে ভর্তি হলাম করোনা উপসর্গ নিয়ে সেহেতু COVID -19 টেস্ট করানো জরুরি মনে করি। কিন্তু অদৃশ্য নিয়মের বাধায় আটকে পড়লাম। যেইদিন ভর্তি সেইদিন পরীক্ষা করা হয় না, ল্যাব টেকনিশিয়ান নার্স কর্তব্যরত চিকিৎসক দের অনুরোধ করার পর ও যখন বুঝতে পারলাম সকাল ১১ টায় ভর্তি হওয়ার পরও বিকাল ৫ টা পর্যন্ত অপেক্ষা করে কোন স্যম্পুল নেয়া হলোনা। তখন শরণাপন্ন হতে হলো বিএমএ এর মহাসচিব স্বাস্থ্য অধিদফতর এর সাবেক অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) ডাঃ ইহতেশামুল হক চৌধুরী মহোদয়ের। তিনি ফোন দিতেই আবার আসতে হলো স্যাম্পল কালেকশন এর জন্য, স্যাম্পল কালেকশন হলো। COVID -19 টেস্টের প্রহর গণনা সহ ভাইয়ের শারিরীক সুস্থতার জন্য প্রতিনিয়ত আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লার নিকট প্রার্থনা। পরের দিন শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে আইসিইউতে স্থানান্তর করা হলে আইসিইউতে চিকিৎসক নার্স সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। এবং রাত ৩.২০ মিনিটে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান।

#কিছু_বাস্তব_অভিজ্ঞতা

১)করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামস উদ্দিন হাসপাতাল হলেও করোনা রোগীর কাছ থেকে সংক্রমিত হওয়ার সাধারণ মানুষের ব্যাপক ঝুঁকি রয়েছে। কে রোগী আর কে রোগীর নিকটাত্মীয় বুঝা মুশকিল। ভিতরে রোগীর এবং নিকটাত্মীয় দের আলাদা ইউনিফর্ম থাকলে এবং পর্যাপ্ত সিকিউরিটি থাকলে ভালো হতো। সিএনজি, সার্ভিস গাড়ী নিয়ে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। আবার এই সব গাড়ীতে রোগী ছাড়া অনেকে অবাধে যাতায়াত করছেন। সেটা সর্বোচ্চ ঝুঁকির আওতায় পড়ে।

২) ইচ্ছে ছিলো গ্রামের বাড়ীতে জানাজা এবং দাফন কাফন করবো। কিন্তু এলাকার কিছু গুবট মানুষ অসুস্থ হওয়ার পর ছড়িয়ে দিলো #আমাকে এবং আমার চাচাতো ভাই #কানন কে নাকি থানার পুলিশ ধরে নিয়ে কোয়ারান্টাইনে রাখছে এবং আরেক চাচাতো ভাই হবিগঞ্জ মিরপুর বেসিক ব্যাংক শাখার ব্যবস্থাপক #সুমন_ভাই এবং #জিলু ভাইকে বাড়ির মধ্যে আইসোলেশনে রেখে তালাবদ্ধ করছে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ থানা নাকি আমাদের বাড়ি লক ডাউন করছে। এই সব গুজব শুনে শেষ পর্যন্ত সিলেটেই মাটি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ইচ্ছে মতো লাশ দাফনের সুযোগ দিয়েছিলেন। আমরা আমাদের পরিবার কখনো চাইনি যে মৃত ব্যক্তি থেকে করোনা ছাড়াক এলাকায়। এলাকার মানুষ গুলো শান্তি থাকুক, নিরাপদ থাকুক।

#আফসোস
যদি ভাইয়ের করোনা পজেটিভ আসতো তবে খুব খুশি হইতাম, কারণ করোনায় ( মহামারী) মৃর্ত্যুবরন করলে রাসুল (স) এর হাদীসের ভাষ্যমতে শহীদের মর্যাদা। সেই শহীদের মর্যাদার জন্য আফসোস করছি। তারপরও আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে কায়োমনে বাক্য প্রার্থনা ভাইকে জান্নাতের মেহমান এবং শহীদের মর্যাদা দিয়ে তার আরশের নিচে যেন স্থান দেন। #আমিন

৩) আজকে যারা করোনা নাম শুনলে ভয় পাচ্ছেন এবং করোনার পরিবার কে বাকা চোখে দেখে তুচ্ছতাচ্ছিল্য করছেন, মনে রাখবেন কালকে আপনার এবং আপনার পরিবারের ও হতে পারে। এটা অসম্ভব কিছুনা আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন, খুব শীঘ্রই মহামারী সম্ভাবনা রয়েছে।

৪) গোসল, জানাজার নামাজ, কবরে নামানো যথা নিয়ম তথা সাধারণ মূর্দাদের যেভাবে করানো হয় সেভাবেই আমরা করিয়েছি।

(#মোদ্দা_কথাঃ ব্যক্তি জীবনে বড় ভাই আমার এবং আমাদের পরিবারে জানামতে খুব পরিচ্ছন্ন ছিলেন, পান সিগারেটের নেশা, বাজে আড্ডা, উশৃঙখল চলা ফেরা, রাস্তায় বাজারে চা হোস্টেলে কখনো বসে আলাপ করতেন না। তারপরও যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা করে দিবেন।)

বিঃদ্রঃ ২৮ মে /২০২০ ইং ভাইয়ের COVID -19 করোনার পরীক্ষা নেগেটিভ আসছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সার্বক্ষণিক ফোনে মানসিক শক্তি দিয়েছেন। আল্লাহ আপনাদের উত্তম জাজা দান করুন।

লেখক : আকরাম চৌধুরী
সভাপতি,, সিএইচসিপি, সিলেট জেলা।

  • বি:দ্র: ছবিটি লেখক আকরাম চৌধুরীর এবং লেখাটি উনার ফেসবুক ওয়াল থেকে নেওয়া।