বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির আজ বেশ উন্নতি হয়েছে। যদিও বাংলাদেশসহ আরো বেশ কিছু দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, কানাডা, ইরান, সৌদি আরব, মিশর, রাশিয়া, আফগানিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ভারত, পাকিস্তানে পরিস্থিতি এখনো অবনতির দিকেই। সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ ১ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সৌদি আরব এখন বিশ্বের ১৫তম দেশ।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৬৪৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছে ১০৯ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় এখন অবধি মারা গেছেন ১০৮ জন। মেক্সিকোতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪১ জন। রাশিয়ায় ২৪ ঘন্টায় ১৩৪ জন মারা গেছেন। এর বাইরে, যুক্তরাজ্যে ৭৭, ইরানে ৭২, ইতালিতে ৫৩, ইন্দোনেশিয়ায় ৫০, তুরস্কে ২৩, কানাডায় ২৭, আফগানিস্তানে ৩০, বলিভিয়ায় ২৭ এবং ইরাকে ২৮ জন মারা গেছে।
সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ৩০৪৫ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ১০১,৯১৪ জন। আজ সেখানে মারা গেছেন ৩৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৭১২ জন। ভারতে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০,১১৪ জন আর মারা গেছেন ২৪১ জন। ভারতে মোট রোগীর সংখ্যা ২৫৬,৭৩৬ আর মোট মৃতের সংখ্যা ৭১৮৭ জন। পাকিস্তানে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন- আর আক্রান্ত হয়েছেন ৪৯৬০ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০০২জন আর মোট আক্রান্তের সংখ্যা ৯৮,৯৪৩ জন।
এদিকে, ইতালিতে দীর্ঘ প্রায় তিন মাস পর লকডাউন তুলে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা ও পরিবহন চালু করে দেওয়া হলেও জমে উঠেনি ব্যবসা-বাণিজ্য। সরকার সব খুলে দিলেও মানুষজন সেভাবে বাসা ছেড়ে বের হচ্ছে না। এ অবস্থায় ইতালিতে প্রায় ৮০ ভাগ প্রবাসী কর্মহীন হয়ে আছে।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ৪০০,০১৮ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ৪০৩,৩৪৫ জন। গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৯ লাখ ১৪ হাজার আর এখন এই সংখ্যা ৭০ লাখ ৩৭ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন।
করোনা টেস্টের কীটের সংকট শুরু হয়ে গেছে দেশের নানা স্থানে। কিটের অভাবে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষা হয়নি আজ। এ অবস্থায় নতুন করে নমুনাও সংগ্রহ করা হচ্ছে না।
কোভিড-১৯-এ আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। করোনা আক্রান্ত পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরকেও ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শফীকেও চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তার করোনা হয়নি। মূলত বার্ধক্যজনিত রোগেই তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে গতকাল রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বিকেলে ইন্তেকাল করেছেন ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান ও ওই হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. মির্জা নাজিমুদ্দিন।
আল্লাহ তাআলা এই মহামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।
No comments:
Post a Comment