Sunday, May 3, 2020

আসাক ( আমার সাত কথা)



প্রথম কথা হলো,  ইসলামী মূল্যবোধ আপাতত জায়গা নেয়নি। সুতরাং যারা মিক্সিং খেতে পছন্দ করেন তারা ঐ পথ মাড়াবেন।

দ্বিতীয় কথা হলো, তারা কাউকে জোর করছে না, জবরদস্তি করছে না,  কাউকে হেয় করছে না বরং আপনারাই করছেন তাদের প্রতি বিভিন্ন অশালীন মন্তব্য করে।  যা একটি আদর্শের বিপরীত।

তৃতীয় কথা হলো,  আপনারা যারা তাদের পেজে, আইডিতে গিয়ে কমেন্ট করছেন, শেয়ার করছেন উল্টো তাদের প্রমোট করছেন ।  চুপ করুন। মাতামাতি বন্ধ করুন।

চতুর্থ কথা হলো,  এটা কি নতুন কিছু?'৮৯  এও ঘটেছিল।  বিভিন্ন দেশেও তা ঘটেছে।  বর্তমান আপনাদের আইডল তুরস্কেও এমনটি ঘটেছিল এরদোয়ানের নেতৃত্বে।

পঞ্চম কথা হলো,  তাদের সফলতা কামনা করুন। এতে ক্ষতির কি? এরদোয়ানও তো সফল হয়েছেন।  তাতে কি ইসলামের ক্ষতি হয়েছে বা হচ্ছে?

ষষ্ঠ কথা হলো, আপনার আদর্শের ছায়ায় লালিত হয়ে কিছু সংখ্যক দেশ জয়ের স্বপ্ন দেখে। দেশ নেতা হয়ে কল্যান রাষ্ট্র উপহার দিতে চায়।
বলুন, আলহামদুলিল্লাহ!  এদেরকে ত আপনারাই গড়ে তুলেছেন, তবে বিরোধীতা কেন।  এ তো গর্বের বিষয়!

সপ্তম কথা হলো, আশা এবং হতাশা।  দেশ জয়ী ঐ নেতা গড়ে উঠেছিলেন একেবারেই গ্রাসফুট লেভেল থেকে। জনগনের সাথে তার সম্পর্ক ছিল নখ-গোস্তের সম্পর্ক। যেখান থেকে তিনি সফল।
আপনারাও হতাশ হবেন না, এনাদের মধ্যে কেউ আজ পর্যন্তও যেহেতু কোন মেম্বার ইলেকশন করেন নাই, সেহেতু এখন করবেন এবং জনসম্পৃক্ত হবেন।  দেশ নেতা হয়ে উঠবেন। আশাবাদী হোন, হতাশাবাদীদের এ আদর্শে জায়গা নাই।

No comments:

Post a Comment