Thursday, August 15, 2019

একদিন সব ঠিক হয়ে যাবে...


মাঝ রাতে কারো জন্য ঘুম ভেঙে যাবেনা। পূর্নিমার চাঁদটা কে তখন আর ঝলসানো রুটির মত মনে হবেনা, এগুলা বাজে রকমের মিথ্যা কথা। লাল কখনো নীল হয়না, দিন কখনো রাত হয়না, রাত কখনো দিন হয়না, হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসেনা। খুব যত্ন করে সুনিপুণ ভাবে রেখে যাওয়া কারো শূন্যতা কখনো পূরণ হয়না, স্পষ্ট ভাবে চোখের সামনে চুরি হয়ে যাওয়া স্বপ্ন গুলো কখনো ফিরে আসেনা। ছলনাময়ী কারো জন্য বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা কখনো কমেনা। মাথায় ভুতের মত চেপে বসা মানুষটা কে কখনো ঝাড় ফুক করেও তাড়ানো যায়না। একসাথে জীবনের শেষ জোৎস্না দেখার খুব ইচ্ছা থাকলেও সেই মানুষটার কারণে হয়ে উঠেনা...তবে ইচ্ছাটা কিন্তু মরে যায়না।
জীবনে কেউ কথা রাখে, কেউ রাখেনা, কথা না রাখার ভীড়ে কথা রাখার হিসেবটা বড্ড বেমানান ... তবুও জীবন থেমে থাকেনা।
একদিন সব ঠিক না হবার মত করে হলেও সব ঠিক হয়ে যায়... কষ্টটা সয়ে যায়... তবে কষ্টটা কিন্তু একদম কমেনা... স্মৃতির চাদরে লুকিয়ে লুকিয়ে কাঁদিয়ে যায়... চোখ দুটো রাঙিয়ে দেয়!!


তুরস্ক প্রবাসী 

No comments:

Post a Comment